চীন হামলা চালালে তাইওয়ানকে রক্ষায় মার্কিন বাহিনী সহায়তা করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেডিসডেন্ট জো বাইডেন।
রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
ইউক্রেনের মতো তাইওয়ানের পাশে যুক্তরাষ্ট্র থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন ‘হ্যাঁ’। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হবে না।
এদিকে হোয়াইট হাউস বলেছে, তাইওয়ানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অপরিবর্তিত রয়েছে।
তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কৌশলগত অবস্থান নিয়েছে। বিভিন্ন সময় এ বিষয়ে কড়া মন্তব্য করলেও এখন পর্যন্ত এটিই জো বাইডেনের সবচেয়ে স্পষ্ট বক্তব্য। যা বেইজিংকে ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউস বলেছে, তাইওয়ানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অপরিবর্তিত রয়েছে।
ওয়াশিংটনে চীনের দূতাবাস অবশ্য বাইডেনের সর্বশেষ এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সিবিএসকে গত সপ্তাহে সাক্ষাৎকারটি দিয়েছিলেন বাইডেন। বর্তমানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে অবস্থান করছেন।