MYTV Live

বিএনপি যাদের কাছে নালিশ করে তাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই: ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি যেসব দেশের কাছে নালিশ করে, সেসব দেশে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নেই; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি শুধু বিভিন্ন দূতাবাসে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করা নিয়ে ব্যস্ত।

যারা নালিশ শুনে তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এতো মাথাব্যাথা কেন। নিজেদের দেশের গণতন্ত্র আগে দেখুন, তারপর মন্তব্য করুন। এসব না করে বৈশ্বিক সংকট নিরসনে ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দশমী পর্যন্ত সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে এ সময় নির্দেশনা দেন দলটির সাধারণ সম্পাদক। এসময় তিনি বলেন নির্বাচন কেন্দ্র করে অনেক চক্রান্ত হচ্ছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles