গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় একটি সিএনজি পাম্পে কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটিতে ১০০ সিলিন্ডার ছিল। সন্ধ্যা ৭টার দিকে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় কাভার্ডভ্যানের পাশে থাকা তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেন।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।