পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বাসে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মালির মধ্যাঞ্চলে একটি এক্সপ্লোসিভ ডিভাইসে আঘাত লেগে এ বিস্ফোরণ ঘটে।
নিরাপত্তাবিষয়ক একটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে মোপ্তি এলাকার বান্দিয়াগাড়া ও গৌন্ডকা সংযুক্ত সড়কে এ ঘটনা ঘটে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সক্রিয়তার কেন্দ্রস্থল এই অঞ্চলটি।
স্থানীয় বান্দিয়াগাড়া যুব সমিতির মুসা হোসেইনি বলেছেন, ‘আমরা নয়টি লাশ ক্লিনিকে পাঠিয়েছি। নিহতরা সবাই বেসামরিক লোক’।
এর আগে পুলিশ ও স্থানীয় সূত্রে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। গুরুতর আহত হন অনেকে।
এক দশকেরও বেশি সময় ধরে, মালি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে লড়াই করছে। যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়।
গত বছরও মালিতে আইইডি ও মাইন বিস্ফোরণে ১০৩ জন নিহত ও ২৯৭ জন আহত হন।