কনটেন্ট প্রকাশকদের আয়ের সুযোগ দিতে ফেসবুক চালু করেছিল ‘ইনস্ট্যান্ট আর্টিকেল’ শীর্ষক ফিচার।
এই ফিচারের আওতায় প্ল্যাটফর্মটিতে কোনো কনটেন্টের লিংক শেয়ার করলে সেখান থেকে আয়ের ওপর ভিত্তি করে প্রকাশকদের অর্থ দিত ফেসবুক।
মূলত ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করত মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি।
এবার ইনস্ট্যান্ট আর্টিকেল সেবাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। ২০২৩ সালের এপ্রিলে বন্ধ হয়ে যাবে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা।
এ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের তেমন আগ্রহ নেই। এ ছাড়া মোট ব্যবহারকারীর মাত্র তিন ভাগ এসব লিংকে ক্লিক করেন। তবে এই সেবা বন্ধ হলে ফেসবুকের ওপর নির্ভরশীল ডিজিটাল মিডিয়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ক্ষতির প্রভাব ফেসবুকের ওপরও পড়তে পারে।
২০১৫ সালে প্রকাশকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা চালু করে।