MYTV Live

ডেঙ্গুরোগীর যত্নে কী করবেন, কী করবেন না

দেশে হঠাৎ করেই বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। প্রত্যেক জেলায়ই পাওয়া গেছে ডেঙ্গুরোগী। এ সময় সরকারের পক্ষ থেকেও সবাইকে সতর্ক ও সচেতন থাকতে বলা হচ্ছে।

ডেঙ্গুর কোনো কার্যকর প্রতিকার নেই, তবে ডেঙ্গুর একটি ভ্যাকসিন এখনো ক্লিনিকাল ট্রায়ালের অধীনে আছে।

তাই সতর্কতামূলক ব্যবস্থাই ডেঙ্গু প্রতিরোধ করার একমাত্র উপায় এখন। একই সঙ্গে ডেঙ্গুর লক্ষণ শনাক্ত করে প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা নিলে ডেঙ্গুরোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

তবে ডেঙ্গুরোগীর যত্নে কী করবেন আর কী করবেন না, তা জেনে রাখা প্রয়োজন সবার।

১. ডেঙ্গুরোগীর লক্ষণগুলো গুরত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে।

২. ডেঙ্গুর লক্ষণ সন্দেহ হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন ও ডেঙ্গু নির্ণয়ের পরীক্ষা করতে হবে।

৩. এ সময় রোগীকে প্রচুর তরল গ্রহণ করাতে হবে, কারণ ডেঙ্গু ডিহাইড্রেশন সৃষ্টি করে।

৪. প্লাজমা কোষের ক্ষতি ডেঙ্গুর অন্যতম প্রধান লক্ষণ। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস পান করাতে হবে রোগীকে।

৫. ডেঙ্গুরোগীকে আলাদা রাখতে হবে ও সর্বদা পর্যবেক্ষণ করতে হবে। লক্ষণগুলো খারাপ হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

৬. জ্বরের জন্য প্যারাসিটামলের মতো ওষুধ রোগীকে খাওয়াতে হবে, তাও আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

৭. মশা থেকে দূরে থাকতে দিনের বেলায়ও অ্যারোসল স্প্রে করতে হবে।

৮. বমি, রক্তপাত বা দুর্বল নাড়ির হারের মতো লক্ষণগুলির জন্য রোগীদের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে।

৯. ডেঙ্গু হেমোরেজিক রোগীরা হাইপোটেনসিভ শক অনুভব করলে, আইসোটোনিক ক্রিস্টালয়েড দ্রবণ দিয়ে সময়মত শিরায় থেরাপি দিলে তা উপশম হবে।

১০. গুরুতর রক্তপাতের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

১১. ডেঙ্গুর লক্ষণগুলো সেরে যাওয়ার পরেও দু’দিন রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে।

১২. অ্যান্টিবায়োটিক দেয়া যাবে না রোগীকে, কারণ ডেঙ্গু ভাইরাসের কারণে হয়, ব্যাকটেরিয়া নয়।

১৩. অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ও স্টেরয়েডের মতো এনএসএআইডি (ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ) দেয়া যাবে না রোগীকে। কারণ এগুলো মারাত্মক রক্তপাত ঘটাতে পারে।

১৪. এ সময় জ্বরসহ ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ দেখলে অবহেলা না করে দ্রুত রোগীর চিকিৎসা করাতে হবে। না হলে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে সঠিক চিকিৎসার অভাবে।

১৫. ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সবাইকে সতর্ক ও মশা থেকে সাবধান থাকতে হবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,791FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles