MYTV Live

আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু শ্রীলঙ্কার

প্রথম রাউন্ডের শুরুতেই নামিবিয়ার কাছে লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছিল শ্রীলঙ্কাকে। তবে এবার আয়ারল্যান্ডকে উড়িয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু করে দাসুন শানাকার দল।

রবিবার হোবার্টের বেলেরিভ ওভালে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে তারা। আইরিশদের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে লঙ্কানরা পৌঁছে যায় ১৫ ওভারেই।

রান তাড়া করতে নেমে নবম ওভারে দলীয় ৬৩ রানে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা।

তিনি করেন ২৫ বলে ৩১ রান। এরপর অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। ৪৩ বলে ৬৮ রানের হার না মানা ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ৩১ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা।

এর আগে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫ ও পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। জর্জ ডকরেল ১৪ ও লরকান টাকার ১০ রান করেন। এ ছাড়া আর কোনো আইরিশ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেস থিকসানা দুটি করে উইকেট পান। বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা করুণারত্নের শিকার একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,877FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles