MYTV Live

নরসিংদীর পলাশে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে অনিল পাল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের স্ত্রী গীতা পাল আহত হয়েছেন।

সোমবার দিনগত রাতে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য কিরণ প্রদান জানান, সোমবার রাত ৩টার দিকে অনিল পালের বাড়িতে কয়েকজন লোক ঢুকে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী গীতা বাধা দিতে গেলে তাকেও আহত করে দুর্বৃত্তরা। তার চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।

পলাশ থানার ওসি মো. ইলিয়াস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,877FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles