MYTV Live

আইএসআইয়ের নজিরবিহীন সংবাদ সম্মেলন; অভিযোগের আঙ্গুল ইমরানের দিকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের জন্য সামরিক বাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সুবিধা চেয়েছিলেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট–জেনারেল নাদিম আনজুম এমন অভিযোগের কথা বলেন।

ইন্টার-সার্ভিস ইন্টিলিজেন্সের (আইএসআই) প্রধানরা সাধারণত একটু আড়ালেই থাকেন, সংবাদ সম্মেলন তো দূর জনসমক্ষেই তাদের খুব একটা দেখা যায় না। তাই বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনকে নজিরবিহীন সংবাদ সম্মেলন বলা হচ্ছে।

এর আগে ইমরান খান বলেছেন, গত এপ্রিলে তাঁর সরকারকে উৎখাত করতে সেনাবাহিনী ষড়যন্ত্র করেছিল। সেনাবাহিনী বিরোধীদের সমর্থন করেছিল বলেও অভিযোগ করেন ইমরান।

ইমরানের এমন অভিযোগের জবাবে সংবাদ সম্মেলনে আনজুম বলেন, সেনাবাহিনী ও এর প্রধান অবৈধ, অসাংবিধানিক কাজ করতে রাজি না হওয়ায় এমন অভিযোগ তুলেছেন ইমরান। আনজুম আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর রাজনীতির বাইরে থাকার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তাই সরকারকে সমর্থন দিতে ইমরান খানের ক্রমাগত অনুরোধ প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী।

ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের নেতা আসাদ উমর এ ধরনের অবৈধ সমর্থনের অনুরোধের অভিযোগ অস্বীকার করেছেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles