MYTV Live

রাজশাহীর সীমান্ত থেকে কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ১০২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি দুই লাখ বাহাত্তর হাজার টাকা।

সোমবার রাজশাহী ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার দুপুরে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে রাজাবাড়ী চেকপোস্টের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক কিংবা শনাক্ত করা সম্ভব হয়নি। মূর্তিটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম। আনুমানিক সিজার মূল্য এক কোটি দুই লাখ বাহাত্তর হাজার টাকা। মূর্তিটি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles