MYTV Live

ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিল সরকার

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

রোববার দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক এক পরামর্শমূলক সভায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নতুন নিদের্শনার কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।

এই ফি নির্ধারণের আগে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হতো। আর বেসরকারি হাসপাতালে নেওয়া হতো ৬০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা।

এখন থেকে ডেঙ্গুরোগীদের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষার জন্য ১০০ টাকা, সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের জন্য ২৫০ টাকা করে নেওয়া হবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles