MYTV Live

জি-বোর্ডে নতুন আপডেট আনছে গুগল

গুগল তাদের ভার্চুয়াল কিবোর্ড জি-বোর্ডে নতুন আপডেট আনছে। আইফোন বা অ্যান্ড্রয়েড উভয় ভার্সনে চলবে নতুন আপডেট। নতুন আপডেটের ফলে জি-বোর্ডে ইমোজি, স্টিকার ও জিআইএফ ব্যবহার করা যাবে।

টেক জায়ান্টের পক্ষ থেকে বলা হয়, জি-বোর্ড ইমোজিগুলো নিয়ে এখনো ডেভেলপাররা কাজ করছেন। তবে বেটা ভার্সনে কিছু ইমোজি উন্মুক্ত করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলেই নতুন ইমোজিগুলো অবমুক্ত করা হবে।

এই আপডেটে নতুন ডিজাইনের ইমোজিগুলো জিবোর্ডের টপ বারে আনা হবে। ফলে সহজেই ব্যবহারকারীরা এগুলা ব্যবহার করতে পারবেন।

এছাড়া এই ভার্সনে একই রকম দেখতে আরও ইমোজি খুঁজে বের করতে একটি সার্চ ফিল্ড অপশন যুক্ত করা হয়েছে। ফলে কেউ চাইলে একই ইমোজির ভিন্ন ভিন্ন ডিজাইন ব্যবহার করতে পারবেন। জিবোর্ডের নতুন একটি স্কিনশটে দেখা যায় ইমোজি ট্যাবেও পরিবর্তন আনা হয়েছে।

তবে নতুন ডিজাইনে আগের ‘এবিসি’ বাটনটি দেখা যায়নি। ফলে এর পরিবর্তে অ্যাপটি নতুন কিছু আনতে চলেছে বলে ধারনা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয় নতুন জি-বোর্ডটি আগের ভার্সনের তুলনায় বেশ গতিশীল হবে এবং ব্যবহার করাও বেশ সহজ হবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles