পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পুলিশের একটি টহল দলের ওপর অজ্ঞাত হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ছয় জন নিহত হয়েছে।
বুধবার সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এ ঘটনা ঘটে।
হামলায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন। রেডিও পাকিস্তান এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা করে ‘সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তানকে নিরাপদ করতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান এই ঘটনা আমলে নিয়েছেন এবং পুলিশের আইজির কাছে প্রতিবেদন চেয়েছেন। এছাড়াও তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।