MYTV Live

জঙ্গি ছিনতাইয়ের ঘটনা নিছক দুর্ঘটনা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পুলিশের চোখে স্প্রে দিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা নিছক দুর্ঘটনা। এ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কিছু গণমাধ্যম, এ ব্যাপারে আমাদের আরও যত্নশীল হতে হবে।

মন্ত্রী জানান, তাকে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে। নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ প্রসঙ্গে সিলেট-১ আসনের এই সংসদ সদস্য বলেন, বিএনপির সমাবেশে জনসমাগম নিয়ে নিজেরাই হতাশ। তাদের ইচ্ছে ছিলো আন্দোলন শুরু করার, তারা ব্যর্থ হয়েছে। জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখেই তাকে পুননির্বাচিত করবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles