MYTV Live

ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ফাঁস!

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতারে এসেছে তারা হেক্সা জয় করতে। ব্রাজিল দলকে নিয়ে কৌতূহল তাই বেশিই।

কিন্তু কোচ তিতে অনুশীলন থেকে সব জায়গাতেই অনুসরণ করছেন কঠোর গোপনীয়তা। মূলত একাদশ ও ম্যাচের পরিকল্পনা গোপন রাখতেই এ কৌশল। তাই রুটিন ছবি তোলা কিংবা ভিডিও ফুটেজ ধারণ করা ছাড়া অন্য কোনো কারণে ব্রাজিলের ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন কোচ।

এতাে গোপণীয়তার পরও প্রথম ম্যাচের একাদশ ফাঁস হয়ে গেল ব্রাজিলের। আর এটি ফাঁস করেছে দেশটিরই একটি টিভি চ্যানেল গ্লোব।

গ্লোব জানিয়েছে, নেইমাররা খেলবে ৪-৩-৩ ফরমেশনে। একাদশের শুরু থেকেই খেলবেন ভিনিসিয়াস জুনিয়র। গোলরক্ষক হিসেবে যথারীতি অ্যালিসন বেকার। রক্ষণভাগে থাকবেন দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন কাসেমিরো ও লুকাস পাকুয়েতা । আর প্লে মেকার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন নেইমার। তার সঙ্গে থাকবেন রিচার্লিসন, রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।

এখন দেখার বিষয়, ‘ফাঁস’ হওয়া দলটিই কি প্রথম ম্যাচের শুরুর একাদশে থাকছে কি না। বৃহস্পতিবার বাংলাদেশ সময় একটায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles