ভারতের কর্ণাটক-মহারাষ্ট্র সীমান্তের কাছে কিটওয়াদ জলপ্রপাতে পড়ে চার ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন।
শনিবার তারা সেখানে সেলফি তুলতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয় কর্ণাটক রাজ্যের বেলাগাভি শহরের কামাত গালির একটি মাদরাসা থেকে ৪০ জন শিক্ষার্থী কিটওয়াদ জলপ্রপাত ভ্রমণে গিয়েছিল। মারা যাওয়া ছাত্রীরা সে দলেরই অংশ।
দলটি জলপ্রপাতের কাছে পৌঁছলে পাঁচজন ছাত্রী ছবি তোলার জন্য আরো ওপরে যায়। তখন তারা ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় বলে জানা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, তাদের কেউই সাঁতার জানত না। তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ছুটে আসে এবং এক ছাত্রীকে বাঁচাতে সক্ষম হয়।
বেঁচে যাওয়া একমাত্র ছাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রচুর লোক জড়ো হয়েছিল এবং পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় মহারাষ্ট্রের চাঁদগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত জুলাই মাসে একই রকম ঘটনা ঘটে কর্নাটকের নীরসাগরে। ২২ বছর বয়সী এক যুবকের জলাশয়ে পড়ে মৃত্যু হয়। ঘটনার পর নীরসাগর জলাধারে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ।