গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি শাওন মাহমুদ রতন নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাওন মাহমুদ রতন (৩৯) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার বরুন্দা এলাকার শফিক উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে শাওন বুকে ব্যথা অনুভব করেন। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘শাওনের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় ৩টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’