কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্ন সবার। বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পান পিএসজি তারকা। এরপর খেলেননি গ্রুপের শেষ দুটি ম্যাচ।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এবার ইতিবাচক খবরই দিলেন নেইমার।
ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নেইমার লিখেছেন, ‘আমি ভালো বোধ করছি। আমি জানতাম, এখন এরকম লাগবে।’
যে ছবি দুটি নেইমার পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি বল পায়ে দৌড়াচ্ছেন। আর গোল করার পর যেমন উদ্যাপন করেন তেমন করছেন। হয়তো এই ছবির দ্বারা নেইমার জানান দিলেন, শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন তিনি।
নেইমার ইনজুরিতে পড়লেও সুইজারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে তার দল। কিন্তু ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তাই যত তাড়াতাড়ি সম্ভব নেইমারকে পেলে ব্রাজিলের জন্যই ভালো। এরই মধ্যে হাঁটুর ইনজুরি নিয়ে ছিটকে গেছেন আরেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।
নেইমার যখন ইনজুরিতে পড়েছিলেন, তখন চিকিৎসকরা জানিয়েছিলেন তার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে।
তবে নেইমার ইতিবাচক খবর দিলেও এখনও পরিষ্কার নয়, তিনি আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি খেলবেন কি না।