মাদারীপুরে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশু মারা গেছে। সোমবার সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের বয়স আনুমানিক এক ও তিন বছর। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানির খোঁজ পাওয়া যাচ্ছে না। এ কারণে শিশুদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ঝিকরহাটি গ্রামে বাসা ভাড়া নেয় নিহত শিশুদের পরিবার। মাঝেমধ্যে ওই পরিবারের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো। কিছু দিন আগে ওই দুই শিশুর বাবা কোনও এক মামলায় কারাগারে যান। সকালে তাদের মা ও নানি বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী গিয়ে আগুন নেভানোর পর ঘরের মধ্যে থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই দুই শিশুর বাবা, মা ও নানি উত্তর ঝিকরহাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই বাসার মালিক থাকেন ঢাকায়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে কী কারণে এমন ঘটনা ঘটেছে।