ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন আগেই। পরে প্রযোজকের ভূমিকায় নেমেছেন দীপিকা পাড়ুকোন। অভিনয় করেছেন হলিউডের সিনেমায়ও। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন দীপিকা।
এবার এই অভিনেত্রীর মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে চলেছেন তিনি। শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসাবে এই কাজ করতে চলেছেন দীপিকা।
তবে ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা অবশ্য জানা যায়নি।