স্পেনের বার্সেলোনা শহরের কাছাকাছি স্থানীয় সময় বুধবার ভোরে দুটি ট্রেনের সংঘর্ষে ১৫৫ জন আহত হয়েছে। তবে আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন স্প্যানিশ কর্মকর্তারা।
দেশটির কাতালোনিয়া অঞ্চলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তিনজনকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও যাত্রীদের কেউই গুরুতর আহত ছিলেন না। তবে তারা আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
কর্মকর্তারা বলেছেন, বার্সেলোনার ঠিক উত্তরে মন্টকাডা আই রেইক্সাক শহরে একটি ট্রেন লাইনে দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কোনো যাত্রী আটকে পড়েনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাদ্রিদে কাতালান সরকারের প্রতিনিধি এস্টার ক্যাপেলা স্প্যানিশ ন্যাশনাল রেডিওকে বলেছেন, কর্মকর্তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।
সংঘর্ষের মুহূর্তের বর্ণনা দিয়ে একজন যাত্রী বলেছেন, তিনি ‘প্রচণ্ড আঘাত’ অনুভব করেছেন এবং ওই সময় মানুষজন ‘চিৎকার করছিল।’