MYTV Live

১৫০ কোটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে দিবে টুইটার

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা প্রায় ১৫০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলার উদ্যোগ নিয়েছে টুইটার।

প্রতিষ্ঠানটির ‘চিফ টুইট’ ইলন মাস্ক বলেন, যেসব অ্যাকাউন্ট থেকে এক বছরের বেশি সময় ধরে লগইন হয়নি কিংবা কোনো টুইট করেনি, সেগুলো মুছে ফেলা হবে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।

অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কারণে টুইটারের অন্য ব্যবহারকারীদের অনুসারীর সংখ্যা কমে যেতে পারে বলে সবাইকে সতর্ক করেন মাস্ক।

এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) তিনি জানান, টুইটার বর্তমানে প্রচুর স্প্যাম বা স্ক্যাম অ্যাকাউন্ট মুছে ফেলছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা প্রায় ১৫০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যা কমে যেতে পারে।

এ উদ্যোগ বাস্তবায়নের আগে প্ল্যাটফর্মটি ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আগামী বছরের গল্গাস্টনবারি ফেস্টিভালের মূল পারফরমার স্যার এলটন জন।

কোনো ব্যাখ্যা ছাড়াই প্ল্যাটফর্মে ভুল তথ্য-সংশ্নিষ্ট নীতিমালা বদলানোকে এই সিদ্ধান্তের জন্য কারণ হিসেবে উল্লেখ করেছেন এই ব্রিটিশ গায়ক।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,802FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles