রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২২ সালের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ডিসেম্বরের শেষের দিকে তাদের মধ্যে এ বৈঠক হবে।
মঙ্গলবার রাশিয়ার গণমাধ্যম ভেদোমোস্তি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভেদোমোস্তিকে বলেছেন, বৈঠকের সূচি ও এজেন্ডা সব ঠিক। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকী।
ওই গণমাধ্যমটিতে নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার প্রেসিডেন্টের প্রশাসনের এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তাদের মধ্যে সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বৈঠকের বিশদ বিবরণ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের পর চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাশিয়ার।