MYTV Live

চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে হেরে গেলো বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারী ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই ৩২৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ফলে ১৮৮ রানে টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

৬ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সাকিব আল হাসান ৪০ ও মেহেদী হাসান মিরাজ ৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে।

সাকিব একপ্রান্ত থেকে খেললেও দিনের তৃতীয় ওভারে মিরাজকে হারাল বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের বলে যাদবকে ক্যাচ দেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি, মিরাজ করেন ১৩ রান।

মিরাজের বিদায়ের পর আগ্রাসী হয়ে উঠেন সাকিব। শুরু থেকেই অক্ষর প্যাটেলের ওপর চড়াও হন সাকিব। এ বাঁহাতি স্পিনারের প্রথম ওভারে সুইপ করে ছক্কা মারেন, পরের ওভারে ডাউন দ্য গ্রাউন্ডে এসে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক।

তবে এভাবে বেশিক্ষন টিকতে পারেননি সাকিব। ব্যক্তিগত ৮৪ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে লাইন মিস করে সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। তারপর বাকিরা আর দাঁড়াতেই পারেননি। ৪ রানের মধ্যে ভারত তুলে নিয়েছে বাকি দুই উইকেট। তাইজুল ইসলাম ৪ আর এবাদত আউট হন শূন্য রানে।

অক্ষর প্যাটেল ৭৭ রান খরচায় নেন ৪টি উইকেট। প্রথম ইনিংসে ফাইফার নেওয়া কুলদ্বীপ যাদব দ্বিতীয় ইনিংসেও নেন ৩টি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছিল ভারত। পরে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানেই। ভারত ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১২ রানের। বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles