টুইটার কেনার পর থেকে একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছেন ইলন মাস্ক। এবার ব্যবহারকারীদের দিয়েছেন নতুন সতর্কবার্তা।
সতর্কবার্তায় ইলন মাস্ক বলেন, খারাপ উদ্দেশ্যে যদি কারো ব্যক্তিগত তথ্য টুইটারে ফাঁস করেন কোনো ব্যবহারকারী। তাহলে সেই ব্যবহারকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
কোনও ব্যক্তির ঠিকানা, মোবাইল নম্বর, সেই ব্যক্তির সন্তানরা কোন স্কুলে পড়ে – এই ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে।
প্রতিটি ইউজারের ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।
সম্প্রতি তার ছেলের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ংকর ঘটনার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে ইলন মাস্কের গাড়ি ফলো করে একজন লোক। এরপর গাড়ি আটকে গাড়ির ছাদের উপর উঠে যায়। সেদিন গাড়িতে ইলন মাস্ক ছিলেন না। অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘটনার পর লাইভ লোকেশন শেয়ার করাও বন্ধ করে দেন ইলন মাস্ক। মাস্ক বলেন, টুইটারে এমন কিছু অ্যাকাউন্ট আছে যারা তার লাইভ লোকেশন ফলো করে। শুধু তাই নয়, তা টুইটারে পোস্টও করা হয়। সেখান থেকে তথ্য পেয়েই তার গাড়িটিকে ধাওয়া করা হয়েছিল বলে দাবি মাস্কের।
সেই কারণেই প্রতিটি ব্যবহারকারীর ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।