MYTV Live

রোহিঙ্গা প্রত্যাবাসনের দায় শুধু বাংলাদেশের নয়: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনের দায় শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত দেশগুলোরও দায়িত্ব আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়ে বেসরকারী উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ । রোহিঙ্গারা কয়েক দিন পর পর আমাদের দেশে আসে। গত সত্তর দশক থেকে শুরু করে নব্বইয়ের দশকেও তারা এখানে এসেছে। পরবর্তীতে মিয়ানমার সরকার তাদের নিয়েও গেছে। কিন্তু এবারের সংখ্যা অনেক বেশি, প্রায় ১১ লাখ। মিয়ানমার কখনো বলেনি তাদেরকে নেবে না। আমাদের প্রস্তাবের প্রেক্ষিতে তারা বলেছে নিয়ে যাবে।

ড. মোমেন আরও বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের প্রত্যাবাসন শুধু আমাদের একার দায়িত্ব না, বিশ্ব মোড়লদেরও দায়িত্ব আছে। আমরা বিশ্ব মোড়লদের বলেছি, রাখাইনে যেখানে রোহিঙ্গারা ছিল, সেখানে আপনারা নিরাপদ জোন তৈরি করুন। কিন্তু তারা মুখে বললেও আন্তরিকতার ঘাটতি আছে। তবে আমি সবসময় আশাবাদী রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে।

এর আগে সুবিধাবঞ্চিতদের হুইলচেয়ার ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে নিয়েছেন দেশে কেউ দরিদ্র থাকবে না। ২০৩০ সালের মধ্যে দেশে অতি দারিদ্র্যের সংখ্যা ৩ শতাংশের নিচে নিয়ে আসার কাজ চলছে।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles