কানাডার টরোন্টোর উত্তরের একটি শহরে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছেন। আঞ্চলিক পুলিশের তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টরন্টোর শহরতলি ভন এলাকায় এই ঘটনার পর পুলিশ ডাকা হয়।
সোমবার সকালে পুলিশ জানায়, গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বলছে, ঘটনাস্থলে পৌঁছালে পাল্টা গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারীও নিহত হয়।
এক বিবৃতিতে, দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে হামলার কোনো হুমকি ছিল না বলেও জানায় তারা।
তবে কেন এ হামলা তার বিস্তারিত কিছু জানানো হয়নি।