একই কোচ দেশকে জিতিয়েছেন কোপা আমেরিকা আর বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে এমন ঘটনা ঘটেছে এর আগে মাত্র দুইবার। আর্জেন্টিনার লিওনেল স্কালোনি তৃতীয় কোচ হিসেবে দেখালেন এমন কীর্তি।
রোববার রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্কালোনির হাত ধরেই কেটেছে এত দীর্ঘ সময়ের আক্ষেপ।
শুধু এটিই নয়। আর্জেন্টিনাকে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা এনে দেওয়ার কারিগরও ছিলেন এই স্কালোনি। ২০২১ সালে তার কোচিংয়েই কোপা আমেরিকা জেতেন লিওনেল মেসিরা।
কোপা আমেরিকার সঙ্গে বিশ্বকাপ, এর আগে ইতিহাসে এমন কীর্তি দেখিয়েছেন ব্রাজিলের দুই কোচ। মারিও জাগালোর অধীনে ১৯৭০ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, এরপর ১৯৯৭ সালে দেশকে কোপা আমেরিকা জেতান তিনি।
অন্যজন হলেন কার্লোস আলবার্তো পেরেরা। ১৯৯৪ সালে পেরেরার অধীনে বিশ্বকাপ শিরোপা হাতে নিয়েছিল ব্রাজিল। তিনি আবার ২০০৪ সালকে দেশকে জেতান কোপা আমেরিকার ট্রফি।
তবে একদিক থেকে ব্যাতিক্রম আর্জেন্টাইন কোচ। দেশকে টানা দুই বছর দুই ট্রফি জেতানো একমাত্র কোচ স্কালোনি।