MYTV Live

এবার শাহরুখ খানকে পুড়িয়ে মারার হুমকি

শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানটি মুক্তির পর থেকেই ভারতজুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের মধ্যেই অভিনেতা শাহরুখ খানকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু।

কয়েক দিন ধরেই অযোধ্যা শহরে এ সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করছেন শহরের গুটিকয়েক সাধু। বিক্ষোভের মধ্যে শাহরুখ খানের পোস্টার পুড়িয়ে পরমহংস আচার্য নামের এক সাধুর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে পরমহংস বলেন, ‘আমরা এই সিনেমাকে প্রতিরোধ করব। আজ আমরা শাহরুখ খানের পোস্টার পোড়ালাম, যদি তাঁকে সামনে পাই, তাহলে তাঁকেও পুড়িয়ে মারব।’ সিনেমাটি বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে সিনেমার ‘বেশরম রং’ গান প্রকাশের পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তোলে কয়েকটি ধর্মীয় সংগঠন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। পরে তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

গত কয়েক দিনে ‘পাঠান’ সিনেমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছে মুম্বাই পুলিশ স্টেশনে। সেসব অভিযোগে বলা হয়েছে, সিনেমায় দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। সিনেমার প্রযোজক, নির্মাতা, অভিনয়শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি তোলা হয়েছে।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,878FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles