চিকিৎসকের প্রেসক্রিপশন পড়া সাধারন মানুষের কাছে কঠিনই বটে। তবে ফার্মাসিস্টরা তা পড়তে পারেন খুব সহজেই। এরপরও প্রেসক্রিপশনের লেখা বুঝতে না পেরে অনেক সময় ভুল ওষুধ দিয়ে দেন ফার্মাসিস্টরা। এতে রোগীদের অর্থের সঙ্গে জীবনের ঝুঁকিও তৈরি হয়।
তাই কয়েক দশক ধরে চিকিৎসকের দুর্বোধ্য প্রেসক্রিপশন পড়া নিয়ে কাজ করছে অনেক প্রযুক্তি কোম্পানি, কিন্তু সফলতা মেলেনি।
এবার ওইসব ‘দুর্বোধ্য লেখা’ অনুবাদের চেষ্টায় নেমেছে গুগল। সোমবার ভারতে আয়োজিত নিজেদের বার্ষিক সম্মেলনে এই সার্চ জায়ান্ট জানায়, ডাক্তারদের হাতের লেখা বুঝতে তারা ফার্মাসিস্টদের সঙ্গে কাজ করছে।
এ লক্ষ্যে টেক জায়ান্ট গুগল নতুন একটি ফিচার আনছে। যেটির মাধ্যমে হাতে লেখা প্রেসক্রিপশন সহজেই পড়া যাবে।
ফিচারটির আত্মপ্রকাশ ঘটবে গুগল লেন্সে। এর মাধ্যমে প্রেসক্রিপশনের ছবি তোলার পাশাপাশি ফটো লাইব্রেরি থেকেও ছবি আপলোডের সুযোগ পাবেন ব্যবহারকারী। ব্যবহারকারী ছবিটি আপলোড করলে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং মডেল হাতে লেখা প্রেসক্রিপশনটি পড়তে পারবে। ফলে গুগলের বিশেষ টুল বা যন্ত্রাংশটি প্রেসক্রিপশনে লেখা সব ওষুধের নাম শনাক্ত করতে পারবে।
ওই অনুষ্ঠানে এর একটি নমুনাও দেখিয়েছেন গুগলের এক নির্বাহী। তবে নতুন ফিচারটি কবে সবার জন্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে, তা নিয়ে এখনো কিছু জানায়নি এই প্রযুক্তি জায়ান্ট।