বিশ্বকাপের আগেই গুঞ্জন ওঠেছিল, পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে নাম লেখাবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এমনই দাবি ফরাসি গণমাধ্যমের।
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত।
ইএসপিএন জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে মৌখিকভাবে রাজি হয়েছেন সদ্য বিশ্বকাপ জেতা মেসি।
ফরাসি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, মেসি এবং পিএসজির মধ্যে চুক্তির বিষয়টি মৌখিকভাবে একবিন্দুতে পৌঁছেছে। ডিসেম্বরের শুরু থেকে কার্যকর আলোচনা শুরুর পর অবশেষে পিএসজির প্রস্তাবে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন মেসি।
মেসি আপাতত নিজ দেশ আর্জেন্টিনায় আছেন। বিশ্বকাপ জয়টা উপভোগ করছেন দেশের মানুষের সঙ্গে। তবে তিনি পিএসজিতে শিগগিরই ফিরছেন। লিগে আধিপত্য ধরে রাখার পাশাপাশি ফরাসি এই দলটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর লক্ষ্য নিয়ে ক্রিস্তোফ গালতিয়েরের দলে ফিরবেন তিনি।