MYTV Live

‘নোট’ দেখে গুগল মিটে প্রেজেন্টেশন দেওয়া যাবে

অনেকেই অনলাইনে প্রেজেন্টেশনের সময় গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে লিখে রাখেন। তবে কাগজে লিখে রাখা তথ্য দেখে স্বচ্ছন্দে বক্তব্য দেওয়া কঠিন। কারণ, তাতে ক্যামেরা থেকেও নজর সরাতে হয় বারবার। এ সমস্যা সমাধানে ‘স্পিকার নোট’ নামের ফিচার চালু করেছে গুগলের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ‘গুগল মিট’। এ সুবিধার ফলে সফটওয়্যারেই বক্তা লিখে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ নোট, যা বক্তা তাঁর স্ক্রিনে দেখতে পাবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে জানা যায়, ‘স্পিকার নোট’ ফিচারের উল্লেখযোগ্য দিক হচ্ছে- বক্তার লেখা তথ্যগুলো ভিডিও কলে যুক্ত থাকা অন্য ব্যক্তিরা দেখতে পাবেন না। এ ছাড়া, ভিডিও কল চলাকালীন লিখে রাখা তথ্যের স্লাইডও পরিবর্তন করতে পারবেন বক্তা।

গুগল মিটের তথ্যমতে, ভিডিও কল চলাকালীন ‘স্পিকার নোট’ বাটনে ক্লিক করলে সেখানে লিখে রাখা তথ্যগুলো স্ক্রিনের ডান পাশে আলাদাভাবে দেখা যাবে। ফলে ‘স্পিকার নোট’ ফিচার কাজে লাগিয়ে ভিডিও কলে স্বচ্ছন্দে বক্তব্য দেওয়া যাবে।

সম্প্রতি গুগল ডকের ‘ভয়েস টাইপিং’ ফিচারে দুটি গুরুত্বপূর্ণ আপগ্রেড আনার ঘোষণা দেয় গুগল। প্রথমত, ফিচারটি বেশির ভাগ জনপ্রিয় ব্রাউজারে ব্যবহার করা যাবে। যেখানে, বর্তমানে সুবিধাটি কেবল গুগল ক্রোম ব্রাউজারে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, ডকের লেখায় ভুলত্রুটি কমানোর পাশাপাশি লেখার সময় হারিয়ে যাওয়া অডিওর সংখ্যাও কমে আসবে।

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভয়েস টাইপিং ফিচারটি রয়েছে গুগল ডকে। টাইপ করার মতো পরিস্থিতিতে না থাকলে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে সহজেই লিখতে পারেন ব্যবহারকারী।

গুগলের ঘোষণা অনুযায়ী, ফিচারটি ‘বেশির ভাগ শীর্ষস্থানীয় ব্রাউজারে’ আসার কথা থাকলেও ঠিক কোন ব্রাউজারগুলোতে আসবে তা এখনো পরিষ্কার করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, মাইক্রোসফট এজের মতো ক্রোমিয়াম-ভিত্তিক ব্রাউজারগুলোতে এই সুবিধা আসতে পারে। শীর্ষস্থানীয় ব্রাউজারের তালিকায় ‘সাফারি’ ও ‘ফায়ারফক্স’-এর মতো ব্রাউজারের নামও সামনে আসছে। এর আগে মাইক্রোসফটের এজ ব্রাউজারে ‘ভয়েস টাইপিং’ ফিচার কাজ করে না বলে অভিযোগ করছিলেন অনেক ব্যবহারকারী।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,791FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles