বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তমব্রু সীমান্তের কোনারপাড়ার শূন্যরেখায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় হামিদ উল্লাহ (২৭) নামের একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে মুহিব উল্লাহ (২৫) নামের একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নিহত ও আহত ব্যক্তির পরনে বিশেষ রঙের পোশাক রয়েছে। তাঁরা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর বলে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার সকাল ৬টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গোলাগুলি চলছিল। এর মধ্যে সন্ধ্যায় তুমব্রু শূন্যরেখায় থাকা কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্প দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এর আগে দুপুরের দিকে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় কুতুপালং আশ্রয়শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসার কথা জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, ‘তাদের হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে তমব্রু সীমান্তের শূণ্যরেখায় থেমে থেমে গোলাগুলির খবর স্থানীয়দের মাধ্যমে জেনেছি।’