বলিউড সুপারস্টার শাহরুখ খান ৩২ বছর আগে একটি স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে তাঁর। নিজে এক ভিডিওর মাধ্যমে এ কথা জানালেন বলিউড বাদশাহ শাহরুখ।
শাহরুখ বলিউডে এসেছিলেন অ্যাকশন হিরো হবেন বলে। কিন্তু ‘কিং অব রোমান্স’-এর তকমা তাঁর নামের আগে স্থায়ী হয়ে যায়। অবশেষে এই তকমা থেকে ছেড়ে বের হতে চলেছেন তিনি। যশ রাজ ফিল্মসের আধিকারিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে কিং খান বলেছেন, ‘৩২ বছর আগে আমি অ্যাকশন হিরো হব বলে চলচ্চিত্রের জগতে এসেছিলাম, কিন্তু তা হয়নি। তার বদলে আমার ইমেজ এক রোমান্টিক হিরো হিসেবে বেঁধে দেওয়া হয়।’
শাহরুখ আরও বলেছেন, ‘আমি শুধু অ্যাকশন হিরো হতেই চেয়েছিলাম। তবে আমার “ডিডিএলজে”, রাহুল আর রাজ চরিত্রগুলোও দারুণ পছন্দের। কিন্তু আমার মাথায় সব সময় অ্যাকশন হিরো হওয়ার কথা ঘুরত। এবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে।’
‘পাঠান’ ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘পাঠান মানুষ হিসেবে বেশ সহজ। তবে সব জটিল কাজ সে করে। আমার মনে হয় সে দুষ্টু, কঠিন প্রকৃতির, তবে কখনো খুব বেশি চাপ নেয় না। সে অন্যকে বিশ্বাস করতে ভালোবাসে। সে সৎ, আর ভারতকে নিজের মা বলে মানে।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে আবার জুটি বেঁধে আসছেন শাহরুখ আর দীপিকা। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে এই জুটি ধামাল করেছে। ‘পাঠান’ ছবির ট্রেলারেই ধরা পড়েছে তাঁদের দুরন্ত রসায়ন। এই ছবিতে দীপিকার প্রসঙ্গে কিং খান বলেন, ‘ছবিটি অ্যাকশনে ভরপুর। আর তার জন্য বাস্তবেই দীপিকার মতো অভিনেত্রীর প্রয়োজন ছিল; “বেশরম রং”-এর মতো গানের সিকোয়েন্স যে দারুণ করতে পারবে, আবার অ্যাকশনও করতে পারবে। আর একমাত্র দীপিকাই এই সব কিছু করতে পারে।’