নওগাঁয় কেজিপ্রতি ২-৫ টাকা বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে মোটা চাল (স্বর্ণা-৫) ও সরু চালের দাম বেড়েছে দুই টাকা। সুগন্ধি জাতের চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে স্বর্ণা-৫ জাতের চাল ৫০-৫২ টাকা, ব্রিআর-২৮ বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়, জিরাশাইল ৬৫-৭৬ টাকা, কাটারি ৭০-৭৫ টাকা। এছাড়া সুগন্ধি চিনিগুড়া জাতের চাল পাঁচ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা। তবে ৪৯ জাতের চাল ৫৫-৫৬ টাকায় বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে।
আরেক ব্যবসায়ী বলেন, অনেকের ঘরে ধান আছে। যাদের একান্ত প্রয়োজন তারা বাজার থেকে চাল কিনছেন। বলা যায় বাজার প্রায় ক্রেতাশূন্য।
নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল বাজার সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, বাজার সব ধরনের চালের দাম বেড়েছে। এ মৌসুমে যেসব চাল বাজারে আসার কথা তার মধ্যে মোটা জাতের (স্বর্ণা-৫) চাল এসেছে। অন্য কোনো জাতের চাল সরবরাহ বাজারে না থাকায় দাম বাড়ছে।