বাংলাদেশে আয়োজিত সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিভিন্ন বিভাগের ৩২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো মধ্যদিয়ে ২২ জানুয়ারি, রোববার পর্দা নামছে উৎসবটির।
বিকাল ৫টায় পুরস্কারজয়ী সিনেমার প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে দেখানো হবে স্পেন ও ব্রাজিলের ছবি ‘মাগোয়াডো’। ৫টায় বাংলাদেশ প্যানোরমায় দেখানো হবে ২০টি স্বল্পদৈর্ঘ্য ছবি। সন্ধ্যা ৭টায় উইমেন ফিল্মমেকার বিভাগে ফিলিস্তিনের ‘কন্টিনিউয়াস কাভারেজ’।
শিল্পকলা একাডেমি জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তনে বিকাল ৫টায় ভারতের ‘গার্গি’। একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকাল ৫টায় বাংলাদেশের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পোশাক’, ‘পালাবার রাস্তা নেই’, ‘মধুমতীর তীরে’, ‘যাত্রা বিরতি’ ও ‘সারভাইভ উইথ ট্রাফিক জ্যাম’। সন্ধ্যা ৭টায় বিভিন্ন দেশের ছয়টি স্বল্পদৈর্ঘ্য ছবি।
উল্লেখ্য, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএফএফ)’ শুরু হয়েছিল ১৪ জানুয়ারি। উৎসবের ২১তম আসরে ৯ দিনে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র অংশ নিয়েছে।
জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উৎসব সমাপনী ঘোষণা করা হবে।