বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। স্বভাবে একজন ঠোঁটকাটা মানুষ। তার বিভিন্ন মন্তব্য নিয়ে তর্ক-বিতর্ক হরহামেশায় দেখা যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক মন্তব্য করার কারণে একাধিকবার হারিয়েছেন তার টুইটার অ্যাকাউন্ট।
২০২১ সালের মে মাসে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। কারণ, এই প্লাটফর্মের নীতিমালা ভঙ্গ করে বেশ কিছু টুইট করেছিলেন এই অভিনেত্রী। এবার দীর্ঘ ২০ মাস পর নিজের অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন কঙ্গনা। ২৪ জানুয়ারি, মঙ্গলবার টুইট করেই সুখবরটি ভাগাভাগি করেন অনুসারীদের সঙ্গে।