MYTV Live

মৈত্রী হল কুইজ প্রতিযোগিতা ২০২৩

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে কুইজ প্রতিযোগিতা। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল কুইজ ক্লাবের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হল ও প্রায় ৭০ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৮ জানুয়ারি, শনিবার মামা নুডলস নিবেদিত ‘মৈত্রী হল কুইজ প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল কুইজ ক্লাবের সভাপতি এ এইচ এম নূরে হাবিবার সঞ্চালনায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সন্মানিত মডারেটর অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু ও ড. রায়হান সরকার। এছাড়া উপস্থিত থাকবেন, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি রিমন আল মাহদী ও সাধারণ সম্পাদক শোয়াইব রহমান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন হল কুইজ ক্লাবের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা আঁখি।

দিনব্যাপী এই আয়োজনে থাকবে- আন্ত: হল কুইজ প্রতিযোগিতা, আন্ত: বিভাগ কুইজ প্রতিযোগিতা, একক কুইজ ও উন্মুক্ত কুইজসহ চারটি পর্ব। বিজয়ীদের জন্য থাকবে ৪০ হাজার টাকা সমমূল্যের আকর্ষণীয় পুরস্কার।

প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মাই টিভি বাংলাদেশ, নিউজ পার্টনার হিসেবে থাকছে নিউজ লিংক বাংলাদেশ লিমিটেড, রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও কার্নিভাল এবং স্ন্যাকস পার্টনার হিসেবে থাকছে ‘মামা নুডলস। এছাড়াও সার্বিক সহযোগিতায় থাকছে কল্লোল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,871FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles