দাঁড়িয়ে থাকা পিকআপে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশুর
দাঁড়িয়ে থাকা পিকআপে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারজান নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির নলছিটিতে ঢাপর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারজানের বাড়ি ঝালকাঠি সদরের জয়সি গ্রামে। এ ঘটনায় মারজানের মা শিল্পী বেগম (৩৫), বাবা চানমিয়া (৪৮), অটোরিকশার অপর আরোহী শাহীনুর বেগম (৩৫), চাঁদনী বেগম (১৫) ও রোস্তম আলী (৪০) আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা আজ ভোরে ঢাকা থেকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছার পর অটোরিকশায় করে ঝালকাঠি ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি ঝালকাঠি সদরের জয়সী গ্রামে যাওয়ার পথে নলছিটির ঢাপর এলাকায় এসে সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু মারজানকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যায়। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।