MYTV Live

এবার ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক পাঠাবে কানাডা

জার্মানি ও যুক্তরাষ্ট্রের পর এবার ইউক্রেনে ট্যাংক পাঠানোর ঘোষণা এলো কানাডার পক্ষ থেকে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে দেশটিকে চারটি লেপার্ড-২ ট্যাংক সরবরাহের কথা জানিয়েছে কানাডা সরকার।

এ বিষয়ে কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ অটোয়ায় সাংবাদিকদের বলেন, মিত্র ও অংশীদার দেশগুলোকে সঙ্গে নিয়ে ইউক্রেনকে এই অনুদান দিচ্ছে কানাডা। এই উদ্যোগ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরালো করতে সহায়তা করবে।

কয়েক সপ্তাহের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার জার্মানি বলেছে, তারা ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেবে। একই দিন যুক্তরাষ্ট্র দেশটিকে ৩১টি আব্রামস ট্যাংক দেবে বলেও জানায়। এর আগে দেশটিকে ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ ছাড়া ইউক্রেনকে সহায়তা হিসেবে ট্যাংক দেবে পোল্যান্ডসহ ইউরোপের আরও কয়েকটি দেশ।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক ট্যাংক চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, অত্যাধুনিক ট্যাংক ছাড়া রাশিয়ার বিপক্ষে টিকে থাকা কঠিন হয়ে যাবে।

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, ইউক্রেনে পশ্চিমা ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতির বিষয়টি সংঘাতে সরাসরি এবং ক্রমবর্ধমান মার্কিন ও ইউরোপীয় সম্পৃক্ততা হিসেবে দেখা হচ্ছে।

তবে শুধু ট্যাংক পেয়ে ইউক্রেন খুশি নয়, এবার দেশটির চাওয়া অত্যাধুনিক যুদ্ধবিমান। এ বিষয়ে গতকাল ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভের উপদেষ্টা ইউরি সাক বলেছেন, মিত্রদের কাছে পরবর্তী বড় চাওয়া হবে যুদ্ধবিমান। চতুর্থ প্রজন্মের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চাইবে তারা।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,750FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles