MYTV Live

বিএনপির পদযাত্রার আগে রাজধানীতে আ.লীগের ‘শান্তি সমাবেশ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। এভাবেই তারা পরাজিত হবে। আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে। রাজনৈতিক মরণ। এত লাফালাফি, এত ছোটাছুটি, এত লোটা-কম্বল, এত কাঁথা-বালিশ। সমাবেশ হলে সাতদিন ধরে সমাবেশস্থলে শুয়ে পড়ে, আর পাতিলের পর পাতিল খাবার তৈরি হয়, কোথায় গেল সে দিন। কোথায় গেল লালকার্ড? কোথায় গেল গণঅভ্যুত্থান? কোথায় গেল গণজোয়ার? গণজোয়ারে এখন ভাটার টান। তাই এটা পদযাত্রা নয়, পেছনযাত্রা। এটা পদযাত্রা নয়, মরণযাত্রা।

বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে ২৮ জানুয়ারি, রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের ‘শীত বস্ত্র ও শান্তি সমাবেশ’–এ যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা–কর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরেজমিনে দেখা যায় উত্তরার আমির কমপ্লেক্স শপিং সেন্টারের পেছনের আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার সড়কের মাঝামাঝি স্থানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এতে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।

এ দিকে শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন। সমাবেশে যোগ দিতে বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জামাত, শিবির, রাজাকার, হুঁশিয়ার সাবধান’–এর মতো স্লোগান দিতে শোনা যায়।

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোজাম্মেল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও আওয়ামী লীগের সদস্য সানজিদা খানম।

এদিকে, ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার থেকে রাজধানীতে চার দিনের পদযাত্রা শুরু করছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। রাজধানীর বাড্ডা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত পদযাত্রার ঢাকা দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মসূচির উদ্বোধক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles