MYTV Live

বিদেশি সিনেমা মুক্তিতে আপত্তি নেই শিল্পী সমিতির

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি দিতে আবেদন করেছে বাংলাদেশের এক প্রযোজনা প্রতিষ্ঠান। এ নিয়ে তথ্য মন্ত্রনালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে এবং তথ্য মন্ত্রণালয় বানিজ্য মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে। তবে সিনেমাটি বাংলাদেশে মুক্তি নিয়ে পরিচালক, প্রযোজক ও শিল্পীদের মাঝে রয়েছে পক্ষ-বিপক্ষ। কেউ ‘পাঠান’ মুক্তির পক্ষে আবার কেউ বিপক্ষে অবস্থান নিয়ে নানান যুক্তি হাতড়াচ্ছেন।

এমন অবস্থায় জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ জানালেন, ‘পাঠান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো আপত্তি নেই। শুধু পাঠান নয় বিদেশি ভাষার যেকোনো সিনেমা বাংলাদেশে মুক্তিতে শিল্পী সমিতির কোনো আপত্তি নেই। ২৮ জানুয়ারি, এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আনুষ্ঠানিক এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান এই জনপ্রিয় চিত্রনায়ক।

রিয়াজ বলেন, ‘বিদেশি ভাষার সিনেমা আসলে যদি আমাদের সিনেমা হল বাঁচে তবে সিনেমা আসুক। সেটা শুধু ‘পাঠান’ এর ক্ষেত্রেই যে বলছি তা নয়, অন্যান্য আরও সিনেমা আসুক। একটা সিনেমার দর্শক যদি মাত্র দুইজন থাকে পার্শ্ববর্তী দেশের সিনেমা এলে আমাদের জন্য যদি ভালো হয় তবে আমাদের কোনো আপত্তি নেই।’ রিয়াজ আরও বলেন, ‘একটা পাঠান সিনেমা দিয়ে তো আর সিনেমার সুদিন ফিরে আসবে না। আমি চাই বছরে অন্তত দশটা বাইরের সিনেমা আসুক। হলের সংখ্যা বাড়লে হল মালিক বাঁচলে আমরা আরও সিনেমা বানাব। তবে বিদেশি সিনেমা যেন শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি দেওয়া হয় এই বিষয়েও মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles