কলকাতায় বেড়াতে গিয়ে চিত্রনায়ক নিরব দেখেছেন শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। সিনেমা দেখে ভীষণ উচ্ছ্বসিত তিনি। কলকাতায় ঘুরে বেড়ানোর পাশাপাশি নিরব, সেরে নিচ্ছেন সিনেমা নিয়ে আলোচনা। ২৬ জানুয়ারি যান অভিনেত্রী ঋতুপর্ণার বাড়িতে। একসঙ্গে সময় কাটান, গল্প করেন আর আলোচনা সারেন নিজেদের নতুন সিনেমা ‘স্পর্শ’ নিয়ে।
দীর্ঘদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। ‘স্পর্শ’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। নায়কের চরিত্রে আছেন নিরব, নায়িকা কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের আরিয়ানা জামানও থাকছেন এই সিনেমায়। গত বছর নভেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা আসে সিনেমাটির।
জানা গেছে, স্পর্শ সিনেমার শুটিং, সিনেমা নিয়ে নিজেদের প্রস্তুতি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই কথা হয়েছে বেশি। সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী, অনেক সুপারহিট সিনেমা যাঁর ঝুলিতে রয়েছে, তাঁর সঙ্গে কাজ করছি; খুবই ভালো লাগছে।’