MYTV Live

কর্মী ছাঁটাইয়ের আগে বিপুল বেতন বেড়েছে গুগলপ্রধানের

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট সম্প্রতি ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে। চাকরিচ্যুতির এ খবর কর্মীদের এক আবেগঘন ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। গত ডিসেম্বরে পিচাইয়ের নানা সিদ্ধান্তে খুশি হয়ে গুগল তাঁর বেতন বিপুল অঙ্কে বাড়িয়ে দিয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জানুয়ারি প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন গুগলের সিইও সুন্দর পিচাই। কর্মী ছাঁটাইয়ের পুরো দায় নিজে নিয়ে কর্মীদের উদ্দেশে তিনি আবেগঘন চিঠি লিখেছেন। সেই চিঠিতে এত দিন প্রতিষ্ঠানের উন্নয়নে যেসব কর্মী কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন পিচাই। তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

গুগল জানিয়েছে, বিশ্বের নানা জায়গা থেকে কর্মী ছাঁটাই করেছে গুগল। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আমেরিকায়। ছাঁটাইয়ের পাশাপাশি ওই কর্মীকতে নতুন চাকরি খুঁজে নিতে সাহায্যের আশ্বাসও দিয়েছে গুগল। ৬০ দিনের নোটিশ দিয়ে কর্মীদের ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এ সময়ের পুরো বেতনসহ সব পাওনা পাবেন ছাঁটাই হওয়া কর্মীরা। ২০২২ সালে কাজের জন্য বোনাস এবং বাকি ছুটির সুবিধাও তাঁরা পাবেন।

গত ডিসেম্বরেই গুগল ঘোষণা করেছে, সুন্দর পিচাই ‘দুর্দান্ত পারফরম্যান্স’ করছেন। তাঁর এই কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে। তাঁকে পুরস্কৃত করা হবে।

গুগলের মূল সংস্থা অ্যালফাবেট ইনকরপোরেট সে সময় বলেছিল, ২০১৯ সালে সুন্দর পিচাইয়ের পারফরম্যান্স স্টক ইউনিট (পিএসইউ) ছিল ৪৩ শতাংশ। এবার পুরস্কার হিসেবে তা ৬০ শতাংশে বাড়ানো হবে।

তিন বছর পরপর গুগলপ্রধান ইকুইটি কমপেনসেশন পান। এবার সুন্দর পিচাই দুটি ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমূল্যের অংশ ও অ্যালফাবেটের সংরক্ষিত স্টক ইউনিটের জন্য ৮৪ মিলিয়ন ডলার অনুদান পেয়েছেন। এর আগে ২০১৮ সালে নিজের বেতন ঠিকঠাক আছে বলে ইকুইটি কমপেনসেশন প্রত্যাখ্যান করেছিলেন।

এদিকে জানুয়ারি মাসের শুরুতে সুন্দর পিচাই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক টাউনহল বৈঠকে বলেছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের ওপরের স্তরের সব কর্মীর বার্ষিক বোনাস উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

গুগলপ্রধান বলেছেন, ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্টের ওপরের স্তরের সব কর্মীর বার্ষিক বোনাস উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেতন বৃদ্ধি প্রতিষ্ঠানের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।’ তবে তিনি সরাসরি বেতন কাটার কথা উল্লেখ করেননি।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,750FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles