MYTV Live

বিপিএলের পরবর্তী আসর নিয়ে শঙ্কায় পাপন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে। তবে পরবর্তী ১০ম বিপিএল কবে নাগাদ মাঠে গড়াবে সেটার দিনক্ষণ নিয়ে এখন থেকেই চিন্তিত বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ দেখতে আসেন বিসিবি বস পাপন। প্রেসিডেন্ট বক্সে বসেই দেখেছেন দিনের প্রথম ম্যাচ। এরপর সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে জানিয়েছেন পরবর্তী বছরের জন্য বিপিএলের স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

পাপন বলেন, আমাদের সব সময় ইচ্ছা আরও বেশি জায়গায় দেওয়ার। একটা জিনিস বুঝতে হবে, আমাদের সূচি এতো আঁটসাঁট… এফটিপি (ভবিষ্যৎ সফরসূচি) তো আপনাদের কাছে আছেই। আপনারা দেখেন না, এখানে তো দুই-চারটা দিন বের করার কোনো সুযোগ নেই। একটা ভেন্যু বাড়ানো মানেই আরও চার দিন নেই। দুই দিন করে আসা-যাওয়া চার দিন। আরও একটা (ভেন্যু) বাড়ালে আট দিন লাগবে।

পাপন যোগ করেন, সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্লটই আমরা এখন খুঁজে পাচ্ছি না, স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা পেয়েছি কিন্তু মাঝে গ্যাপ (বিরতি) দিতে হতে পারে, যদি নির্বাচন হয়। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়! সব তো নির্বাচনে থাকবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles