MYTV Live

রাস্তায় চলবে দেশে সংযোজিত গাড়ি

হুন্দাই কারখানায় বছরে ৩ হাজার ক্রেটা এসইউভি উৎপাদন করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সংখ্যাটিকে ধীরে ধীরে বছরে ১০ হাজারে উন্নীত করা হবে। প্রতিটি ক্রেটা উৎপাদনের জন্য ১ হাজারের বেশি পার্টস এবং বিভিন্ন স্তরের পেইন্টিং আমদানি করা হবে।

ব্র্যান্ড নিউ গাড়ি মানেই বিদেশ থেকে আমদানি করা। সঙ্গে গুনতে হয় কয়েক শ গুণ ভ্যাট ও ট্যাক্স। এসইউভি হলে তো কথাই নেই। হাতের নাগালের বাইরে চলে যায় গাড়ির দাম। গ্রাহককে আর্থিকভাবে স্বস্তি দিতে বাংলাদেশি শিল্প গ্রুপ ফেয়ার টেকনোলজি বাংলাদেশের বাজারে এনেছে স্থানীয়ভাবে সংযোজিত কোরিয়ার হুন্দাই এসইউভি ক্রেটা।

স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংযোজিত হওয়ায় এই হুন্দাই এসইউভি ক্রেটার দামও থাকছে গ্রাহকের হাতের নাগালে। ২৪ জানুয়ারি ফেয়ার টেকনোলজি হুন্দাই এসইউভি ক্রেটা বাংলাদেশের বাজারে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

হুন্দাই বাংলাদেশে তৈরি ১ হাজার ৫০০ সিসির দুই ধরনের এসইউভি বাজারে ছেড়েছে। একটি স্ট্যান্ডার্ড আরেকটি লাক্সারিয়াস। স্ট্যান্ডার্ড হুন্দাই এসইউভি ক্রেটার দাম রাখা হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি করে হুন্দাই ক্রেটা বিক্রি করা হতো। সে জন্য দাম পড়ত প্রায় ৪৩ লাখ টাকা।

ক্রেটা মডেলের গাড়িটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের সময় ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসসিম দায়ান গাড়ির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,748FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles