বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে মঙ্গল ও বুধবারে দুই ভাগে ভাগ হয়ে ভারতে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড় উসমান খাজা কোনো দলের সঙ্গেই ভারতে আসতে পারেননি।
ভিসা নিয়ে ঝামেলার কারণে সিডনি থেকে খাজাকে ছাড়াই দেশ ছাড়তে হয়েছে কামিন্স-স্মিথদের। দলের সঙ্গে ভারতে যেতে না পেরে বিব্রত খাজা, পরে সোশ্যাল মিডিয়ায় হতাশা উগড়ে দেন। তবে অবশেষে ভিসা পেয়েছেন খাজা। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে, খাজার ভিসা অনুমোদিত হয়েছে এবং ভোরের ফ্লাইটে বেঙ্গালুরুর উদ্দেশ্যে মেলবোর্ন ছাড়ার কথা তাঁর।
খাজার ভারতে যাওয়ার সময় ভিসা জটিলতায় পড়া এবারই প্রথম নয়। পাকিস্তানে জন্ম নেওয়া এই অজি তারকা এর আগে ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে ভিসাসংক্রান্ত সমস্যায় পড়েন। এ ছাড়া গত বছর অস্ট্রেলিয়ার ভারতে ওয়ানডে সিরিজ খেলার আগেও একই ঝামেলায় পড়েন খাজা।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৪টি টেস্ট অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে।