MYTV Live

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আঘাতে ১ শিশুর মৃত্যু

সংবাদদাতা: গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আঘাতে ১ শিশুর মৃত্যু হয়েছে। নগরীর বাসন থানাধীন ১৩ নং ওয়ার্ড ইটাহাটা গ্রামে আজ সকালে একটি সোয়েটার ফ্যাক্টরির নির্মানাধীন ফ্লোরে কাজ করার সময়ে গ্যাস সিলেন্ডারের আঘাতে শেরপুর জেলার আয়েশা সিদ্দিকা নামের ৩ বছরের শিশুর মৃত্যু হয়। শিশুর মা-বাবা বাসন থানা এলাকায় ভাড়া বাড়িতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ফ্লোরে কাজ করার সময় সিলেন্ডারটির মূখ খুললে ফসকে গিয়ে দুরন্ত গতিতে ছুটে রাস্তায় চলে আসে। এসময় শিশুটি রাস্তায় খেলা করছিল। বোতলটি তার গায়ে লাগলে বোতলের আঘাতে আহত হয়। শিশুটির অবস্থা আশংকাজনক দেখে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসন থানা অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহান জানান, এবিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,750FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles