MYTV Live

হিন্দি সিনেমা আমদানিতে যেসব শর্ত দিল পরিচালক সমিতি

হিন্দি সিনেমা আমদানি নিয়ে আগেই শিল্পী সমিতি দশ পার্সেন্ট দাবি করে আমদানির পক্ষে মত দিয়েছেন। এবার পরিচালক সমিতি বলিউডের সিনেমা আমদানিতে শর্ত জুড়ে দিয়েছেন।

গত মঙ্গলবার এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে এ-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কিছু শর্তে হিন্দি ছবি আমদানির পক্ষে মত দিয়েছেন সমিতির নেতারা।

সমিতির পক্ষ থেকে দেওয়া শর্তগুলো হলো-

  • বাংলাদেশের হলে হিন্দি সিনোমার প্রদর্শনের বেলায় মাসের প্রথম দুই সপ্তাহে হলগুলোতে হিন্দি সিনেমা চালানো যাবে না।
  • বছরের দুই ঈদে মুক্তি দেওয়া যাবে না কোনো হিন্দি সিনেমা।
  • বছরে ৬টি বা ১০টি সিনেমা আসতে পারবে।
  • হিন্দি সিনেমা আমদানির মেয়াদকাল হবে দুই বছর।

উল্লেখিত শর্ত ছাড়াও হিন্দি সিনেমা আমদানিতে আরও কিছু শর্তের কথা জানিয়েছে সমিতি।

এ বিষয়ে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, শুধু পাঠান নয় আমরা হিন্দি সিনেমা মুক্তির পুরো প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছি। আগের কিছু শর্তের সঙ্গে বর্তমান কিছু শর্ত যোগ করে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আমরা। মিটিংয়ের সিদ্ধান্তগুলো শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে। তার আগে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮ সংগঠনেরও মতামত নেওয়া হবে।’

সম্প্রতি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে তোড়জোড় দেখা যায়। সাফটা চুক্তির আওতায় ছবিটি আনতে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আবেদন করে।

এরই মধ্যে সিনেমাটি মুক্তি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নির্মাতা ও শিল্পীরা পক্ষে-বিপক্ষে মত দেন।

পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটি সভাও করে। তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,804FollowersFollow
20,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles