MYTV Live

ডুফা ক্লাব উইন্টার ফেষ্ট ২০২৩

১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় ‘ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স’ (ডুফা) নামের এ্যালামনাই সংগঠন। সম্প্রতি ডুফা’র সদস্যদের নিয়ে গঠিত হয়েছে ‘ডুফা ক্লাব’।

প্রথমবারের মতো ডুফা ক্লাব আয়োজন করে ‘ডুফা ক্লাব উইন্টার ফেষ্ট ২০২৪।’ ডুফার উদ্যোক্তা বন্ধুদের উৎপাদিত পণ্য, সেবা ও তথ্য ক্রেতা, দর্শনার্থীদের সঙ্গে পরিচয় করে দেয়াই এ আয়োজনের উদ্দেশ্য। ডুফা ক্লাবের বনানী প্রেমিসেস ডুফার উদ্যোক্তা বন্ধুরা ১৪ টি ষ্টল নিয়ে এ ফেষ্টিভ্যালে অংশগ্রহণ করে। ডুফার উদ্যোক্তা বন্ধুদের রকমারি পণ্য-সম্ভার এ ফেস্টিভ্যালে প্রদর্শন করা হয়। ডুফা পরিবারের সদস্য, তাদের পরিচিত মহল তথা দেশী-বিদেশী প্রচুর দর্শনার্থী দিনব্যাপী মেলায় অংশ নেয়। প্রথমবারের মতো স্বল্প পরিসরে আয়োজনে উপচেপড়া দর্শনার্থীদের ভীর দেখে আয়োজক, বিক্রেতা, ক্রেতা ও দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এরকম মেলার আয়োজনের প্রত্যাশা করেন।

Related Articles

Stay Connected

22,878FansLike
3,750FollowersFollow
20,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles